সুদীপ তন্তুবায় নীল

কবিতা - হারিয়ে যাওয়ার শখ

সুদীপ তন্তুবায় নীল

যন্ত্রণা পেতে ভালোবাসি তাই
হারিয়ে যাওয়ার শখ,
নিজের মনটা নিজের কাছেই
বড়ো বেশি প্রতারক!

ভুল পথে যাই, জেনে বুঝে তবু
করে যাই কত ভুল,
তার বিনিময়ে যন্ত্রণা কিনে
কিনলাম ভাবি ফুল।

২০০
মন্তব্য করতে ক্লিক করুন