সংলাপ

সুদীপ তন্তুবায় নীল সুদীপ তন্তুবায় নীল

পাখির ডানায় সন্ধ্যের আলো 
জোনাকির সংলাপ,
ফেরারি মানুষ হারিয়েছে কবে 
রাখেনি পায়ের ছাপ।

আমিই শুধু মূর্খের মতো 
খুঁজি তারে সারাক্ষন,
মানুষটা আজ ভীষণ আদরে 
অন্যের প্রিয়জন। 

এতটুকুও কি হয় না কষ্ট 
পড়ে না চোখের জল!
এমন অভাবে থাকতিস যদি 
কেমন লাগতো বল!

বলবো না কভু ফিরে এসে তুই
আবারও ভালোবাস,
শূন্যতা ঘিরে রেখে গেলি শুধু 
আমার সর্বনাশ!
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৮৫ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন