শুভশ্রী রায়

কবিতা - আদ্যিকালের খুকী

লেখক: শুভশ্রী রায়

মহানন্দে পুতুল খেলছে খুকী
ওপর থেকে আকাশ দিচ্ছে উঁকি।
চোখে সাত জন্মের স্বপ্ন আর
পুতুলপুতুল গড়নখানা নিয়ে সে
পুত্তলিকার ওপর আছে ঝুঁকি।
তাকে একটু আদর করে রোদ
কে জানে খুকুসোনা চাঁদের কণা
দেয় কী না সেই আদরের শোধ!
খুকু সরল এবং ভীষণই অবোধ
আদর করেন লক্ষ্মী তাকে খোদ।

একটু দূর থেকে সবুজ টিয়া
এবং কাছের শালিক বলছে টুকি!
আবার দেবদেবীরাও তার অসামান্য
খেলার ঘর পানে দিচ্ছে উঁকিঝুঁকি।
খুকী অত কী গভীর কথা বোঝে!
পুতুলখেলায় সমস্ত সুখ খোঁজে।
এ পলে দুনিয়ায় সবচেয়ে সে সুখী
নেই তার এখন ছিটেফোঁটাও দুখই
ছড়ার উঠোন জুড়ে জাঁকিয়ে বসে
খেলা করছে আদ্যিকালের খুকী!

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১১৬ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন