এস, আলোর পায়ে পায়ে চলি
তারই কানে কানে কথা বলি,
আমরাও আলোর মতো জ্বলি,
তারই মতো অন্ধকারকে দলি।
রং নিয়ে খেলা তো অনেক হল
এস আজ আলোর হোলি খেলি!
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন