ভোর

শুভশ্রী রায় শুভশ্রী রায়

আমি কোনো মিথ্যাকে ধরে থাকব না
এই আমার ভোরের প্রার্থনা
মিথ্যাও যেন আমাকে ধরে থাকতে না পারে
কখনো কোনো অজুহাতে।
ফিরে যাক একটার পর একটা প্রলোভন
ওরা তো আসে নিজেদের প্রয়োজনে
ওদের চকচকে মুখের সামনে
আমি যেন সোজাসাপটা সত্যকে আঁকড়ে ধরে
থাকতে পারি,
এই ক'টা কথা প্রার্থনা হয়ে আমার ভোরকে ছুঁয়ে
থাকে।

আকাশের খাতায় আলো নিজের
নাম লিখতে শুরু করেছে ,
কোনো মন্ত্রের পরোয়া নেই তার।
মহাজাগতিক আলো দেখছে আমায়।
নিশ্চয় শুনছে প্রার্থনা আমার যদিও তাকে শাস্ত্রমতে গাঁথতে পারিনি, একেবারে নিজের
উচ্চারণ।

ধীরে ধীরে রাতকে হারিয়ে দিচ্ছে
শান্ত ভোর।
ভোরভর্তি উদারতার সামনে নত হ'ই
আমি ও আমার কবিতা।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১০৯ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন