শুভশ্রী রায়

কবিতা - মধুর হামলা

শুভশ্রী রায়
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ অন্যান্য কবিতা

হৃদয়ে হামলা করেছে বামেবামে ডাকাতমশাই
হিয়ার হয়েছে তার জেরে মৌমৌ কাহিল দশাই
খবরের সরগরম শিরোনাম হইতে সারাংশ হয়ে
ঢুকেছে হৃদয়ের দু’টি অলিন্দ ও দুখানা নিলয়ে
ঢাকুরিয়ার কমরেড সুপুরুষ, সুরসিক, সুকঠিন,
ডাকাত এমনটাই যে বেড়ে গ্যাছে হৃদয়ের ঋণ !

পরে পড়বো
২৩৯
মন্তব্য করতে ক্লিক করুন