সহস্রা বীর গাঁথার মাঝে,
শোনো একটি দেশের কথা;
স্বাধীনতার স্থপতি তিনি,
বাঙালির জাতির পিতা।
সোনা একটি বীরের কথা,
দেশ যে তার প্রাণের প্রিয় ,
সইতে পারত না সে,
গরিব দুঃখীর ব্যথা!
শিশুকাল থেকেই সে যে
ভাবত সবার কথা,
কখনও বা ছাতা দিয়ে,
গায়ের চাদর দিয়ে,
আবার কখনো খাবার দিয়ে,
দূর করতেন গরিব-দুঃখীর ব্যথা।
অন্যায়ের বিরুদ্ধে কত-শতবার করেছেন আন্দোলন,
দেশের জন্য বারং বার করেছেন কারাবরণ।
তার তরে পেয়েছি মোরা,
লাল সবুজের এই পতাকা।
তারই ডাকের সারা দিয়ে,
বাংলা পেয়েছে স্বাধীনতা।
জীবনে দেশের জন্য দেশের জন্য,
তার মনেতে ছিল অসীম মায়া,
দেশের উপর আসতে দেননি,
কখনো শোকের ছায়া।
বঙ্গবন্ধু শেখ মুজিব
বাংলার অবিসংবাদিত নেতা,
দেশের জন্য কারাবরণ করেছেন,
সইয়েছেন হাজার ব্যাথা।
পূর্ণ করেছেন বাঙালিকে,
বাংলার ইতিহাস যেন ,
তার অমর বীরত্বের গাঁথা,
শোনো মুজিব সেই বীর
বলেছিলাম যার কথা।