আমার সত্য

মো: আবু মর্তুজা মো: আবু মর্তুজা

আমি খুব ভালভাবেই চিনি আমাকে,
আমি খুব ভালভাবেই জানি-
আমি কতটুকু বিশ্বাসী
আর কতটুকু অবিশ্বাসী।

আমি পথ চলি, আমার আপন বিশ্বাসে
আমার সত্য আমাকে পথ দেখায়
আমি চলি সদা তার উপরই ভর করে।
তাই তো, আমার নেই কোন ভয়,
নেই কোন সংশয়।

আমাকে নিয়ে যারা ব্যস্ত থাকে
নেতিবাচক চিন্তায়,
ওটা তাদের বিশ্বাস নয়, ওটা তাদের ভয়।
আমি জানি মিথ্যারই কেবল
সত্যকে নিয়ে ভয়।

আমি সদাই মগ্ন থাকি ইতিবাচক চিন্তায়,
সদাই ব্যস্ত থাকি, সর্ব মঙ্গল চেষ্টায়
কে্উ আমার দ্বারা আক্রান্ত হয়নি কখনো
আমার বৃহৎ বা ক্ষুদ্র লালসায়।

কারণ ওগুলো আমার নয়!

আমারকে যারা ক্ষতির কারণ মনে করে,
মনে মনে-
নিজেকেই জিজ্ঞাস করে দেখুক তারা
আমার দোষ কতটুকু-
আর আমি দোষী কোনখানে?
যদিও বা হয়ে থাকে-
সেটা তার মঙ্গল চেষ্টায়, তারই আহবানে।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১০ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন