রাসূলের পদধূলি

আব্দুস সাত্তার সুমন আব্দুস সাত্তার সুমন

স্বর্গ থেকে নেমে এলেন
অন্ধকারের দেশে,
মরুর বুকে জন্ম নিলেন
শীতল হলো শেষে।

বর্বরতার সর্বধারা
মগ্ন ছিল সবে,
সত্যের বাণী হাতে নিয়ে
নবী এলেন ভবে।

রহমতেরই পদধূলি
রাসূলের আগমনে,
সবার মাঝে শান্তি বিলাতে
আসলেন তিনি ক্ষণে।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১২৬ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন

প্রকাশিত মন্তব্য গুলো

  1. ধর্মীয় চেতনায় প্রিয় নবী (সাঃ) কে নিয়ে মনোমুগ্ধকর এক কাব্য নির্মাণ

    মন্তব্য করতে এখানে ক্লিক করুন