পশুর আত্মনাথ

আব্দুস সাত্তার সুমন আব্দুস সাত্তার সুমন

আমাকে কি নিবে না?
যাচ্ছি বন্যায় ভেসে!
সবাই সবার জীবন নিয়ে
ছুটছে দূর দেশে।

কুকুর বিড়াল, গরু ছাগল
হাঁস মুরগি যত!
বেঁচে থাকার ইচ্ছে আছে
শীতে কাঁপছে গত।

অবুঝ প্রাণীর আত্মনাথে
শুনে না যে কেহ..
মালিক আমি ডাকছি তোমায়
ডুবছে আমার দেহ।

মানুষ শুধু বাঁচতে চায়
যাচ্ছে আমায় ছেড়ে!
গভীর পানির জলস্রোতে
জীবন নিচ্ছে কেড়ে।

তোমার পরিবারের আমি
সদস্য এক ছিলাম,
কেমন করে ভুলে গেলে
জীবন না হয় দিলাম।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১০৪ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন

প্রকাশিত মন্তব্য গুলো

  1. চমৎকার একটা লেখনী

    মন্তব্য করতে এখানে ক্লিক করুন