নবীর উম্মত
আব্দুস সাত্তার সুমন
নবীর উম্মত
আব্দুস সাত্তার সুমন
আমরা নাকি নবীর উম্মত
নামে যে মুসলমান,
দাড়ি টুপি হুজুর দেখে
নিচ্ছি কেড়ে প্রাণ।
পাথর মূর্তি ভাস্কর্যে
দাঁড়ায় আছে দেশে,
ধ্বংস দেখে যারা কাঁদে
শিরিক দাতা বেশে।
হুজুর মারে, মসজিদ ভাঙ্গে
কোরআন হাদিস পুড়ে,
হিন্দু, মুসলিম দাঙ্গা বাজায়
চক্ষু যেন জুড়ে।
লক্ষ, কোটি পাচার করে
দেশটা দিল চিতায়,
স্বৈরাচারী ভূগোল বুঝায়
ইতিহাসটা খাতায়!
মুখোশধারী দালাল গুলো
আবেগ দেখায় মরে,
ধর্মে কর্মের গলা টিপে
নামাজ রোজা ধরে।
আব্দুস সাত্তার সুমন
আমরা নাকি নবীর উম্মত
নামে যে মুসলমান,
দাড়ি টুপি হুজুর দেখে
নিচ্ছি কেড়ে প্রাণ।
পাথর মূর্তি ভাস্কর্যে
দাঁড়ায় আছে দেশে,
ধ্বংস দেখে যারা কাঁদে
শিরিক দাতা বেশে।
হুজুর মারে, মসজিদ ভাঙ্গে
কোরআন হাদিস পুড়ে,
হিন্দু, মুসলিম দাঙ্গা বাজায়
চক্ষু যেন জুড়ে।
লক্ষ, কোটি পাচার করে
দেশটা দিল চিতায়,
স্বৈরাচারী ভূগোল বুঝায়
ইতিহাসটা খাতায়!
মুখোশধারী দালাল গুলো
আবেগ দেখায় মরে,
ধর্মে কর্মের গলা টিপে
নামাজ রোজা ধরে।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১২৮ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
বর্তমান সমাজের চিত্রটি কবি তার কলমে সুনিপুণ ভাবে ফুটিয়ে তুলেছেন।অসাধারণ অসাধারণ একটা লেখনী