কেউ বা বন্দী বন্দীশালায়
কেউ বা বন্দী আইন-তালায়
কেউ বা বন্দী পাঠের শালায়
কেউ বা বন্দী ভাতের থালায়
কেউ বা বন্দী নজরশালায়
কেউ বা বন্দী ঘরের চালায়
কেউ বা বন্দী পণ্যশালায়
কেউ বা বন্দী মরণজ্বালায়
এমনই সবে জীবন চালায়
যমের মহা মৃত্যুশালায়
নভেম্বর ২০২০, ঢাকা।
এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৪৫ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন