স্বপ্ন, আবার

জয় গোস্বামী জয় গোস্বামী

একটা কোনও নতুন কোনও পুরনো কোনও বাতিল কোনও
সবুজ কোনও দুয়ার কোনও ময়না কোনও মাঠে
পড়ে দেখলাম রাত হয়নি, গাছ হয়নি, জলের পাশে
সাঁতারও নেই, হাঁস ছিল না, ঘট বসানো ঘাটে
একটা কোনও বউ আসেনি ঝি আসেনি বাসনকোসন কেউ কোত্থাও
নেই কোত্থাও নেই কোত্থাও শালিখপাখি এক-পা দু-পা হাঁটে
ওই ঘাটে ওই দুপুরবেলায় ভাস্করদা ঘুমিয়ে আছেন ফুলভরা এক খাটে।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৯০ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন