কল্পনা

জয়দেব বেরা জয়দেব বেরা

পূর্ণিমার জোৎস্না দিনে
তোমায় নিয়ে প্রেম ভেলায় করে-
ভেসে যেতে চাই, ভালোবাসার সমুদ্রে।
সুধাকরের দীপ্ত আলোয়;
ঘোমটা সরিয়ে দেখবো আমি-
তোমার ওই প্রেমসিক্ত ভরা মুখখানি।
তোমার ওই প্রেমসিক্ত দুটি ঠোঁটে ও
সুগন্ধী ভরা কালো কেশের-
সৌন্দর্যে আমি হারিয়ে
যেতে চাই অন্তহীন ভাবে।
আমি সর্বদা দেখতে পাই,
অমরার সৌন্দর্য! তোমার প্রেম-নেশাচ্ছন্ন দুটি নয়নে।
এই মিলন রজনীর প্রেমের বাতাবরণে,
তোমায় জড়াইয়া ধরে রাখতে চাই, আমার হৃদয় মাঝারে।
স্তব্ধ এই মিলন রাতের সাক্ষী হবে
তোমার-আমার ভালোবাসার স্মৃতি এবং প্রকৃতি!
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৬৭ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন