কবিতা - বোঝা জয় গোস্বামী বিবিধ কবিতা আমি একটা ভারী বোঝা।তুমি বয়ে চলেছিলে আমায়। আমি কিছু বুঝিনি তখন। যখন সটান ছুড়ে ফেললে আস্তাকুঁড়ে তখন বুঝলাম। জঞ্জাল!জঞ্জাল! জঞ্জালে আগুন দিল কারা? ঘুরে ঘুরে ধোঁয়া উঠছে আজ শেষ-হওয়া সম্পর্ক পুড়ে পুড়ে… ♥ ০ পরে পড়বো ৩০৪ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন