প্রবাহ প্রাণের জ্ঞাতি আজ র’লে দুখ,
ফিরবেই কাল প্রাতে ঝলমলে সুখ।
মেঘ আর রোদ্দুরই বয়ে চলে বেলা,
এ’কথা আমার নয় নিয়তির খেলা।
শুধু কি খরার ঘাত গুণে কোন জোত!
ময়লা যা টেনে পূত তটিনীর স্রোত।
তবু সদা কানে এলে অম্লের গান,
মেনো সেথা কেঁদে ফিরে কৃষকের মান।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন