তুমি আকাশ মুঠোবন্দি করে
আমার কাছে চাইলে নক্ষত্রের লাবণ্য। আমি
আকাশের নিরুদ্দেশ সংবাদ স্রষ্টাকে
জানিয়ে প্রার্থনায় হলাম অবনত। পেলাম না স্রষ্টার
অনুকম্পা। বরং উপহাস মিললো অবিরত।
‘আকাশ ভরা নক্ষত্র চাই’-এ কথায়
আমিও অনড় পাথর। বাতাস হামলে
পড়ে বললো, আমি অনুরাগ কাতর!
তুমি সমুদ্রকে বাথটবে আটকে রেখে
বললে ঢেউয়ের স্বরলিপি খুঁজে এনে দিতে। আমি
ছুটোছুটি করলাম দিগি¦দিক, দেখি কেবল
বালুচর। বুকের ভেতর ককিয়ে ওঠে
ঝরা পাতার মর্মর। কলহাস্যে কে যেন বলে
গেল, আমি এক অভিশপ্ত লখিন্দর!
তুমি অমাবশ্যার অতলে কেন খুঁজো জ্যোস্নার প্লাবন?
মন্তব্য করতে এখানে ক্লিক করুন