চেনামুখ হয়ে যায় অচেনা, মায়াবী মুখোশ
ঢের হলো চেনা! তোমাদের কপটতা যদি যেত
যে কোন মূল্যে কেনা, আমি কিনতাম। সরল পথে
তোমার গরল, অবিশ্বাসের ক্লেদ ও তরল, নিংড়ে দু’ হাতে
সামনে চলি। তোমরা পোড়াও, বিনম্র লাজে আমিও জ্বলি!
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন