একটি কথা, চরম নীরবতা আবার উচ্ছ্বাস-প্রগলভতা।
একটি কথা, তুমুল আলোড়নে হৃদয়ের মুখরতা। কথাটি বলতে
পারে কেউ, উঠে আবেগের ঢেউ। আবার পারেনা
বলতে অনেকে, না বলা কথার বেদনায় থাকে ঢেকে।
জীবনের স্বপ্নবিধুর কথার দ্বীপশিখা প্রজ্জ্বলিত
হলে, স্বর্গ এসে দাঁড়ায় ভূমিতলে। প্রেম আলোকিত হয়
কথার লাবন্য জলে! ‘ভালোবাসি’ কথাটি কে না বলে?
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন