এলো রোজা বছর পরে ,
ওজন নয়,কমবে গুনাহ
সকল মুসলমানের তরে ।
রাখো রোজা ঈমানের তাগিদে,
পড়বে তারাবী মসজিদে মসজিদে।
রোজা রাখো মানতে সবাই
আল্লাহ- নবীর কথা ;
রোজা রাখলে বুঝতে পারবে
অনাহারীর কি ব্যথা।
ধনী – গরিব ভেদ ভুলে,
ইফতার করো সবাই মিলে,
সেহরিতে অন্যকে জাগাও
আল্লাহ তায়ালা হবেন খুশি ,
ফজরে জামায়াতে শরীক হলে।
রোজার দিনে সদকা করো বেশি করে ,
দান করলে আল্লাহ খুশি
কমবে না ধন তোমার,
আল্লাহ বরকত দিবেন তোমার ঘরে।
এসেছে রোজা বছর পরে,
রোজা রাখব, নামাজ পড়ব
ইস্তেগফার করব বেশি করে ।
আল্লাহকে করলে খুশি –
চিরসুখী থাকব মোরা –
অনন্ত – অসীম পরোপারে।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৫৬ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন