একটা আকাশ তোমার হাতে
আমি কুড়াই নীল,
দেখি তোমায় শাড়ির আঁচল
বেজায় আছে মিল।
রোদের মধ্যে সোনালী আঁশ
লুটিয়ে পড়ে মাটি,
ভুলে গেছি আলোর ঝিলিক
তোমায় যখন হাঁটি।
মেঘলা দিন আকাশ জুড়ে
তোমার অভিমানে
বৃষ্টি আমার তোমার চোখে
আসে ক্ষণে ক্ষণে।
একটা আকাশ তোমার হাতে
আমি কুড়াই নীল,
দেখি তোমায় শাড়ির আঁচল
বেজায় আছে মিল।
রোদের মধ্যে সোনালী আঁশ
লুটিয়ে পড়ে মাটি,
ভুলে গেছি আলোর ঝিলিক
তোমায় যখন হাঁটি।
মেঘলা দিন আকাশ জুড়ে
তোমার অভিমানে
বৃষ্টি আমার তোমার চোখে
আসে ক্ষণে ক্ষণে।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন