কবিতা - ক্লান্ত পথিক

লেখক: মুসা

এই আমারে আঘাত করতে করতে
পতিত হয়েছি মরু অত্র ভুক্তভোগী,
এখন বলেছে আমি নয় স্বাস্থ্যবান
সকলে বলে বেড়ায় কেন এই রুপী

ওরা দেখতে মানুষ মানুষের চিহ্ন
ভেতরে হিংস্রের রক্তে যে অমানবিক,
লাল লাল নাক চোখ লোভে অবিচ্ছিন্ন
গ্রাস করেই রয়েছে আড়ালে বৈশ্বিক।

এই জুলেমর কিছু অপবাদ সহে
আমি হয়েছি মাটির তুচ্ছার্থে আকূল,
অস্তিত্ব হয়ে মলিন বিশ্বাসে হয়েছে ক্ষত
ওদের রয়েছে সব আমি মিছে কূল।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৪৪ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন