কবিতা - অপ্রত্যাশিত

লেখক: মুসা

নিজেকে এখন বড় বেশি এই তুচ্ছ মনেই হয়
মনেই হচ্ছে এর চেয়ে ভালো নালারও নর্দমা,
গাছের গোড়ায় জৈবিক করে সত্যি ফলন ​পায়
নয়তো সাগর জলে মিশে গিয়ে নারয় তলায় জমা।

মনে হচ্ছিল অচেনার এক ভিন্ন জাতির ঘরে
বাস করে যাই অবিচারে এই যেথায় আপনা ভোলা,
মুক্তির আশা নিত্য করেই মুক্তির খোঁজ নাই
নিজেকে অনেক এই পরিবেশে লাগছ যেনই ঘোলা।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৬৫ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন