নিজের দুর্বলতার বলা নয়

মুসা

কাউকে তুমি দুর্বলতা আর বলো না
এই খোলাসা মনে!
দেখবে তোমার কানা চোখে
তোমায় ক্ষণে ক্ষণে।

মানুষ বড় দুষ্ট পাজি পরের দুঃখে হাসে
পরের দুঃখে হেসে হেসে
নিজ সতর্ক হয়!
পরের চোখের জলের তলে
নিজের খোঁজে জয়।

মানুষ তুমি এত পাজি কেনে
এত পাজি হলে তুমি
লওয়া যায়না মেনে।

পরের দুঃখে না এগিয়ে ঠাট্টা করে
দুঃসময়ে তোমার মুখে
দুঃখ দেখে ঠাট্টা করা এবার ছাড়ো
এবার ছাড়ো মুখে।।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৮৪ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন