কবিতা - ভোরের ফুল সুদীপ তন্তুবায় নীল সাম্য-জীবনমুখী কবিতা একটা দুপুর তোর ভাগে থাক আমার ভাগে রাত, একটা সকাল তোর আঁচলে লিখুক সুপ্রভাত। তিন সত্যির পরেও না হয় আমিই থাকি ভুল, নতুন আকাশ তোর খোঁপাতে ফোটাক ভোরের ফুল। ♥ ০ পরে পড়বো ২৪৮ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন