এই তো বলো ভালোই আছি
কান্না কেন করো?
বলেছিলে থাকবে ভালো
হাজার বছর পরও!

আমায় কি খুব পড়ছে মনে
খুঁজছো নাকি তুমি?
একটা জীবন কোন ছলনায়
করলে মরুভূমি!

এখন ভেবে লাভ কি বলো
সময় গেছে চলে,
স্বার্থপর এই হাতঘড়িটাও
অন্য কথা বলে।

আমার কথা আর ভেবো না
আর কেঁদো না রাতে,
মানুষটা আজ হারিয়ে গেছে
অন্য ঠিকানাতে।

সেই ঠিকানায় যন্ত্রণাদের
অনেকটা ঋণ বাকি,
নিঝুম রাতে তারার মতো
একলা জেগে থাকি।

যন্ত্রণারাও থাকুক সাথে
থাকুক চোখের জলও,
আবার না হয় আমায় তুমি
নষ্ট প্রেমিক বলো।

পরে পড়বো
২৪৮
মন্তব্য করতে ক্লিক করুন