হত্যা করার পর চে গুয়েভারার হাত দুটো
কেটে নেওয়া হয়েছিল
তবু সেই দুটো কাটা হাতই ধরে আছে
বিপ্লবের অমর পতাকা।

আজ বিপ্লব নেই এই দুনিয়ায়,
আছে নিখাদ ভোগবাদ, ছড়ানো বাজার
সঙ্গে শেয়ার বাজারের ওঠা-নামা,
অস্থিরতা ও হিংসা আছে,
রয়েছে চতুর সংবাদমাধ্যম,
দেশে দেশে অস্ত্রের ব্যবহার ঢালাও কিন্তু
নিজেরই রক্তের স্বাদ নেওয়ার জন্য;
শুদ্ধ পরিবর্তন আনার জন্য
অস্ত্র নেই আজ কারো হাতে।

বিপ্লব থেকে দূরে এমন কী বামপন্থীরাও
বাজারের সঙ্গে হাত মিলিয়ে নিয়েছে
গদীর জন্য সরে গেছে ডান দিকে।

হে মহান বিপ্লবী
এই পৃথিবীতে আপনি এখনো প্রাসঙ্গিক তা সত্বেও।
নিজের জীবন দিয়ে বুঝিয়ে দিয়ে গেছেন-
‘বিপ্লব’ কখনো ‘ মানুষ’ শব্দটার সঙ্গে একাকার
হয়ে যায় না,
মানুষকে ছাপিয়ে ওঠে সব সময়
কিন্তু কোনো কোনো মানুষ বিপ্লবকে অমর করে দিয়ে যায়
তারপরে নিষ্কলুষ কাহিনী হয়ে স্বপ্নবিহীন পৃথিবীতে অপ্রতিরোধ্য জীবন যাপন করে ,
আপনারই মতো!

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৩৮ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন