আবু জাফর মহিউদ্দীন

কবিতা - হেমন্ত ঋতু

আবু জাফর মহিউদ্দীন
বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫ প্রকৃতির কবিতা

শরৎ বিদায়ে আসে হেমন্ত

আসে প্রকৃতির ঢল ,

কোমল কুয়াশায় গোধূলি লুকিয়ে

পড়ে শীতের আচল।

হেমন্তে মানে মাঠে পাকা ধান

আকাশে পাখির ঝাঁক,

কৃষক-কৃষানীর জমি চাষে

ছিটিয়ে পালং শাক।

গাছের পাতায় হলুদ হয়ে

পাকা পাতা ঝরে যায়

হেমন্ত ঋতু কি যে মায়াময়

সকলে স্বাগত জানায়।

পরে পড়বো
৬৫
মন্তব্য করতে ক্লিক করুন