নিজের কেনো ভাবিস রে মন ,
তোর সব কিছুই তো রইবে পরে –
তুই নিজেই থাকবি নারে বাছাধন।
মাথার ঘাম পায়ে ফেলে
ধন সম্পদ যা কিছু মেলে ,
তোরে দিতে হবে পারি সেথায়
আপন সব কিছু হেথায় ফেলে।
চির কালের নয়রে জীবন
ভাবলে আসে দুখের কাদন,
কোন সুখেতে বাঁধিস ঘর
যেই ঘরেতে তুই নিজেই হবি পর ;
শুন্য বাড়ির গোপন কথা
সেজে অনেক গুহ্য কথা,
গুরুর কাছে বিদ্যা না নিলে
বোঝার আগেই পাখি উড়ে গেলে ,
ব্যর্থ হলো ক্ষনিকের জীবন
আপন পর বুঝলি নারে মন।
কবিতা - আপন পর বুঝলি নারে মন
Amarendra sen
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫
ধর্মীয় কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা
৬৯

মন্তব্য করতে ক্লিক করুন