খুঁজে চির শান্তির নীড়
আশা ক্লিষ্ট মন,
থামেনা অভীপ্সার ক্রম
বহে চির জীবন।
বয়ে যায় জীবনের বেলা-
খুঁজি কোথা শান্তি,
সুখের জ্বৎস্নালোকে মুছাব
সব মনের ক্লান্তি।
কোন সেই আগুনে
মন জ্বলে পুড়ে যায়-
নিভেনা থাকতে জীবন
মূর্ত মাটির ধরায়;
চিন্তার রন্ধ্রে রন্ধ্রে লয়ে ঠাঁই
জীবন পুড়িয়েও শান্তি নাই
মরণে হবে কি শেষ
দেহ গিয়ে হলে ছাই।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন