কি চাহিব তোমার কাছে
তুমি তো প্রভু অন্তর্যামী।
তোমার কাছে প্রার্থনা মোর
কাটিয়া সকল তমসার ঘোর
ঘুচিয়া সব অজ্ঞতার নিসা
সঠিক পথের সকল দিশা
আমার চলার জীবন জুড়ে
তোমার আশিষে পড়ুক ঝরে ।
দৈন্য আমার মুছাতে প্রিয়
যতই হোকনা কষ্ট দিয়ো
লাঘব করতে চরণ তলে
তোমার আশীষ চাইনা আমি।
৮০

মন্তব্য করতে ক্লিক করুন