Amarendra sen

কবিতা - রাঙা অরুন লাজে

Amarendra sen

সেই স্মৃতি আজও বিরাজে
দেখা হয়েছিল নাজানি কোন কাজে |
যেন কোন পুবের হওয়ার হঠাৎ ছোঁয়া
একলা বসে অলস মনের সাঝে,
হঠাৎ মেঘলা রাতে চাঁদের চপল হাসি
কালো মেঘের মাঝে |
অচেনা কালো আঁখির আনন
নীরব মৃদু মধুল হাসে
মিলিয়ে যায় এসে প্রাণের মাঝে হেসে
রাঙা অরুন লাজে |

২৬৮
মন্তব্য করতে ক্লিক করুন