বোরহানুল ইসলাম লিটন

কবিতা - অনিন্দ্য কুসুম

বোরহানুল ইসলাম লিটন
বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩ রূপক কবিতা

’দুঃখগুলো বক্ষে দিয়ে হানা,
যখন-তখন গর্বে সাজে
ছারপোকাদের ছানা।
কোথায় গেলো নিদ?
কুরে কুরেই করলো যে খাক
মন মননের ভিত!’

একলা এহেন নিজের সাথে যুঝি,
আফসোসই ক্যান হবেই ভাবো
বিদায় বেলার পুঁজি!
নাইবা পেলে চুম –
লহুর কণা হয় যদি শেষ
অনিন্দ্য কুসুম?

পরে পড়বো
২৯৮
মন্তব্য করতে ক্লিক করুন