বোরহানুল ইসলাম লিটন

কবিতা - আসেই এহেন ক্ষণ!

বোরহানুল ইসলাম লিটন

আঁধারের সাথে যাই প্রতিদিন মিশে
চন্দ্রিমা চেনা সে’ সখা নয়,
এলেও নক্ষত্র নেমে ক্ষণকাল পাশে
রাত হয় ভীষণই নিদয়।

সবারই এহেন ক্ষণ আসে একদিন
বাঁধলে মননে তারে কষে,
বিকায় না বুঝে যেবা জোনাকির মান
হুতোমের মতো ঘোরে বসে।

পরে পড়বো
২২৪
মন্তব্য করতে ক্লিক করুন