বিপুল চন্দ্র রায়

কবিতা - এসো গীতা পড়ি

লেখক: বিপুল চন্দ্র রায়

হিন্দু ছেলেরা ,হিন্দু মেয়েরা,চলো যাই গীতা শিক্ষা স্কুলে।
সময় কে করো না হেলা,পাবে না সময়ের ভেলা।
সময় থাকতে গীতা পড়ো,
গীতায় আলোয় আলোকিত জীবন গড়ো।
গীতা মতে জাগ্রত পরিবার জাগ্রত সমাজ গড়ো।
হিন্দু ছেলেরা,হিন্দু মেয়েরা,আর নয় সময়ের হেলা।
পড়বো গীতা করবো জ্ঞান অর্জন,রাখবো সমাজে অবদান।
বেলা গেলে আর পাবেনা ফিরে, ডাকো ভগবান কে বারে বারে|
হিন্দু ছেলেরা,হিন্দু মেয়েরা,নিত্যদিন করো গীতা পাঠ।
গীতাই জ্ঞান,গীতাই শক্তি,গীতাই মুক্তি,গীতাই জীবন।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ২২১ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন