বিপুল চন্দ্র রায়

কবিতা - প্রিয়তমা তুমি

বিপুল চন্দ্র রায়
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩ প্রেমের কবিতা

প্রিয়তমা!
আমার সমগ্র জীবন একটা উপন্যাস,
সেই উপন্যাসের প্রচ্ছদ শিল্পী তুমি।
কল্পনার স্বপ্নে ডুবে পছন্দ থেকে পরিচয়,
পরিচয় থেকে প্রণয়,প্রণয় থেকে পরিণতি
একটা সংসার একটা স্বপ্নের পৃথিবী।কিন্তু
বেশিদিন টিকেনি সেই সম্পর্ক তবুও
তোমার পথ চেয়ে স্বপ্ন আঁকি দু’চোখে
মনের মন্দিরে প্রাক্তন হয়ে থাকো চিরদিন।
প্রিয়তমা!

পরে পড়বো
৩৫৯
মন্তব্য করতে ক্লিক করুন