কবি ইমদাদ শাহ্

কবিতা - নবান্ন

লেখক: কবি ইমদাদ শাহ্

সব প্রিয় সব দিও নববধূ নববধূ স্বর্ণালী ধান্য
বরণ ঢালা সাজিয়ে যতনে বরিও
পসরা মাখা রূপকথা নবান্ন
কুল কাল সব এক হয়ে যাক
উতসবের খই ফুটুক সবারি মুখে
পিয়ে লভ আজ মাতৃময়ী অম্ল
যায় যাক পথঘাট আর যত বিষাদ
সবকিছু ছাপিয়ে উতসবে ধন্য
উড়ি ধানের চিড়ে আর বিন্নি ধানের খই
জৈষ্ঠী মধু আম সাথে হৈমন্তিক দই
কুড়ো নারা সব নেব উতসবে বিলিয়ে
কাক তাড়ুয়ার দল সব হয় হউক হন্য
গোলা ভরে আসুক নবান্ন
প্রাণ চলে ছল ছল চিড়ে মুরি ভাপা পিঠে
উতসবে টল মল নিবু নিবু গুড়ে মিঠে
ভানব ধান ঢেকিতে বসব রাঙা পিড়িতে
কাটব ধান ধরব গান পল্লী মায়ের আচল পেতে
দ্বিধাবোধ সব ভুলে নতুন ধানের খোঁপা খুলে
মিষ্টি ধানের গন্ধে উৎসব ধন্য ধন্য
জীবনের জয়ডাকে আসুক নবান্ন

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৫৭ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন