শীত এসেছে প্রকৃতির
উদাস পল্লী গাঁয়ে
উদাসী কৃষানেরা ছুটে চলেছে
অবিরাম শিশির পায়ে
পরশে পরশে শীতের আমেজ
শীত নেমেছে ফুল বনে
উদাসীনি মায়ের লক্ষ্মীর কোলে
বল শীত আসে কেমনে
খেজুরের রস মুখে পুরে দেয়
ক্লান্ত দুপুর বেলা
সন্ধ্যা এলে কাঁথা বালিশ মুড়ে
মায়ের কোলে করে খেলা
হাড় কাপা শীতে ছোট্ট খোকার
না জানি কি হয়
তাই তো শীতে মা জননীর
চোখে মুখে ভয় ভয়
রোজ সকালে ফিরনি পায়েস
ছোট্ট খোকার মুখে
এবারের শীত কাটবে কি এমন
সকল মায়ের সুখে
এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ২২ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন