অন্তরীক্ষের অগ্নি।
অসীম আকাশ, শুধু শূন্যে নীরবতা,
কোটি ছায়াপথ জুড়ে তার বিস্তৃতি কথা।
সেখানে জ্বলে যে আলো, লক্ষ যুগের পথ,
সে নয় মাটির আগুন, সে যে মহাজাগতিক রথ।
কোথাও তারার জন্ম, কোথাও বিলীন ধূলি,
নিঃশব্দে জ্বলে শিখা, চিরন্তন কুলি।
নক্ষত্রের হৃৎপিণ্ডে যে অগ্নি অনির্বাণ,
তাতেই লেখা আছে এই সৃষ্টি রহস্যের গান।
সেই অগ্নি, এক বিন্দু আলোক-বার্তা নিয়ে,
স্পর্শ করে যায় এসে মানুষের প্রাণ ছুঁয়ে।
সে আগুন জ্ঞানের, সে আগুন জিজ্ঞাসার,
অজানাকে জানার তীব্র, অমলিন আকাঙ্ক্ষার।
যখন দেখি রাতে, ওই দূর নীহারিকা,
বুঝি, এই বুকে আছে সেই তেজের কণিকা।
অন্তরে বাহিরে তাই একই আলোর খেলা,
অন্তরীক্ষের অগ্নি জ্বলে, কাটায় আঁধার বেলা।
সে দীপ্তি শাশ্বত, সে তাপ সুমহান,
সে-ই তো প্রাণের স্পন্দন, সৃষ্টির চলমান।
২০

মন্তব্য করতে ক্লিক করুন