‎ফেরা আর না-ফেরার গল্প।

‎​হাজার শূন্য দিনের মাঝে খুঁজি হারানো সুর,
‎যে বাঁধন ছিঁড়ে গেলে সব হয়ে যায় বহুদূর।
‎মনের গোপন কোণে শুধু বিষাদের কলতান,
‎আজ জেনেছি, ছিল না কিছুই, ছিল সব ম্লান।

‎​নীরব খাঁচায় থমকে গেছে যত পুরোনো গান,
‎এটাই এখন অভিশাপ, এই দুটি ব্যর্থ প্রাণ।
‎তুমি চলে গেলে সকল আলো যায় নিভে যায়,
‎এখন শুধু স্মৃতিগুলো পোড়ায়, বারে বারে।

‎​যখন হৃদয় কাঁদে, কষ্টের গভীর ডাকে,
‎মনে পড়ে শেষ বিদায়ের সেই শুষ্ক বাঁকটাকে।
‎ঠোঁটে নেই হাসি, শুধু ভিতরে নীরব যন্ত্রণা,
‎তোমায় খোঁজে না এই মন, খোঁজে শুধু সান্ত্বনা।

‎​বিরহ মানে শুধু দূর থেকে একা হেঁটে চলা,
‎বিরহ মানে ফুরিয়ে যাওয়া সব কথা বলা।
‎জীবনের যত হিসেব-নিকেশ সবই গেছে ফুরিয়ে,
‎যদি না তোমার ছায়া আজ আমায় যায় এড়িয়ে।

‎​ফিরে আসা হবে না আর তোমার চেনা পথে,
‎তবুও কাটে দিন, শুধু শূন্যতা সাথে।
‎এই নির্জনতাই মুক্তি, মুক্তি মেলে প্রাণে,
‎এই গভীর ব্যথা থাকুক শুধু আমারই টানে।

পরে পড়বো
২৬
মন্তব্য করতে ক্লিক করুন