ভস্ম

জয় গোস্বামী জয় গোস্বামী

তুমি ছাড়া একা-একা কী করে গীতবিতান খুলি?
এই গান নয়,ওই গান
ওই গান নয়,এই গান

এইভাবে, গাওয়া নয়, শুধু গান পড়ার বাগান

ক্রমশ দুপুর থেকে এ খেলায় গড়াত বিকেল
কখন যে এসেছে গোধূলি

পুরনো দুপুর আজ পুড়ে মরে গেছে
বাতাসে বাতাসে ওড়ে সেইসব গানের খেলার
ভস্ম আর ধূলি
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১০৬ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন