আমি ছিলাম কৃষ্ণশিলা, বৃষ্টিজলে ভেজা
আমি ছিলাম গাছের তলায় ফুল চড়ানোর স্তূপ
আমি ছিলাম শ্রমিক হাতের একশো দিনের কাজ
আমার নতুন কবিতা সব পৌঁছে গেল আজ
তোমার মানে, পুজোর ঘরে তুমি জ্বাললে ধূপ
বললে আমায় : সবার চোখের সামনেই ভেঙে যা…
যতই ভাঙি ততই আলো, পদক পাওয়া ততই…
ততই লাভ করি তোমায়, অথৈ, আমার অথৈ!

৪৩২
মন্তব্য করতে ক্লিক করুন