কাজী নজরুল ইসলাম

কবিতা - সাম্যবাদী – মরুভাস্কর

লেখক: কাজী নজরুল ইসলাম

আদি উপাসনালয় —
উঠিল আবার নূতন করিয়া — ভূত প্রেত সমুদয়
তিনি শত ষাট বিগ্রহ আর মূর্তি নূতন করি’
বসিল সোনার বেদীতে যে হায় আল্লার ঘর ভরি।

সহিতে না পারি এ দৃশ্য, এই স্রষ্টার অপমান,
ধেয়ানে মুক্তি-পথ খোঁজে নবী, কাঁদিয়া ওঠে পরান।
খদিজারে কন– “আল্লাতালার কসম, কাবার ঐ
“লাৎ” “ওজ্জা”র করিব না পূজা, জানি না আল্লা বই।
নিজ হাতে যারে করিল সৃষ্টি খড় আর মাটি দিয়া
কোন্‌ নির্বোধ পূজিবে তাহারে হায় স্রষ্টা বলিয়া!”

সাধ্বী পতিব্রতা খাদিজাও কহেন স্বামীর সনে–
“দূর কর ঐ লাত্‌ মানাতেরে, পূজে যাহা সব-জনে।
তভ শুভ-বরে একেশ্বর সে জ্যোতির্ময়ের দিশা
পাইয়াছি প্রভু, কাটিয়া গিয়াছে আমার আঁধার নিশা।”

ক্রমে ক্রমে সব কোরেশ জানিল — মোহাম্মদ আমিন
করে না কো পূজা কাবার ভূতেরে ভাবিয়া তাদেরে হীন।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ২৯ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন