কে আপন কে পর
মোঃ শামছুউদ্দিন হাওলাদার
জগৎ মোরে তুমি কত যে আপন,
পরের চেয়ে ও বেশি হয়ে যাও পর,
নিজ হাতে বেধে ঘর ডেকে আন -ঝড়.
জীবন সাজাতে দেখি সুখের মোদের স্বপন,
সুখের চেয়ে কস্টের বোঝায় বেশি ভারি,
আশায় ভালোবাসা বুকে যন্ত্রনা আখি জলের ভাসি,
ব্যথা বেদনা হলে কান্না- হাসি,
জানলে কি আগের বিধি প্রভু তার প্রেমে পড়ি,
জীবনে শুরু যে ভুল কত পাপ জমালাম,
হতাশা বালুরচর স্বপ্ন পৃথিবীর,
ভালো মন্দ ন্যায়নীতি অহেতুকী দাবী,
আপন হৃদয় খুশি পাই না যে করি ও ক্ষমা,
পথ ভ্রস্ট জীবন সত্যি না মিথ্যাচরণ,
ভালবেসে বিধি আমায় কর উদ্ধার,
চয়নে আশায় থাকবে সারা জীবন অপেক্ষা।।
পরের চেয়ে ও বেশি হয়ে যাও পর,
নিজ হাতে বেধে ঘর ডেকে আন -ঝড়.
জীবন সাজাতে দেখি সুখের মোদের স্বপন,
সুখের চেয়ে কস্টের বোঝায় বেশি ভারি,
আশায় ভালোবাসা বুকে যন্ত্রনা আখি জলের ভাসি,
ব্যথা বেদনা হলে কান্না- হাসি,
জানলে কি আগের বিধি প্রভু তার প্রেমে পড়ি,
জীবনে শুরু যে ভুল কত পাপ জমালাম,
হতাশা বালুরচর স্বপ্ন পৃথিবীর,
ভালো মন্দ ন্যায়নীতি অহেতুকী দাবী,
আপন হৃদয় খুশি পাই না যে করি ও ক্ষমা,
পথ ভ্রস্ট জীবন সত্যি না মিথ্যাচরণ,
ভালবেসে বিধি আমায় কর উদ্ধার,
চয়নে আশায় থাকবে সারা জীবন অপেক্ষা।।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১২৪ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন