মনোয়ারুল ইসলাম মুরাদ

আমি তো এক বেদুঈন,
আমি তো এক যাযাবর
ঘুরে ঘুরে অনুর্বরকে করি উর্বর।
আমি তো এক ভবঘুরে,
চলে যাব একদিন অনেকদুরে।
পাবে না খুঁজে আমায় আর ঘুরে ঘুরে
রব না তোমাদের মাঝে
চলে যাব একদিন অনেকদুরে।

২৯০
মন্তব্য করতে ক্লিক করুন