আমি জিজ্ঞেস করলুম, আয়না তুমি কার, পারুল তুমি কার, ইচ্ছে তুমি কার।
ওরা বললে, কেন, তােমার । আমি বললুম, কখনও না। ওরা হাসলাে।
আবার বললুম, আয়না তুমি কার, পারুল তুমি কার, ইচ্ছে তুমি কার। ওরা
বললে, শুধু তােমার। আমি বললুম, বিশ্বাস করি না। ওরা কাঁদলাে।
যেদিন ডাকলুম, আয়না তুমি আমার, পারুল তুমি আমার, ইচ্ছে তুমি
আমার,-সেদিন রুপােলী ঝড় গোঁ-গোঁ করে রেগে বললে, মিথ্যে কথা।
আমি বললুম, না, না-ঝড় বললে, মিথ্যে কথা। আমি কদলুম, আমার, আমার,
ওরা সাড়া দিলাে না।
রুপােলী ঝড় হা-হা করে হেসে বলে গেলো, মিথ্যেবাদী।
৪৯

মন্তব্য করতে ক্লিক করুন