অন্ধকার অমাবস্যা হয়ে
সে এসে দাড়ায় মন ঢেকে
যন্ত্রণার তারা ছুঁয়ে ছুঁয়ে
নয়নে চরণরেণু রেখে।

তবু বলি, মিনতি আমার
এখনি যেয়াে না, যদি এলে –
দেউলে আগুন জ্বলে যার,
না-হয় শেষাঙ্ক দেখে গেলে।

পরে পড়বো
৩১
মন্তব্য করতে ক্লিক করুন