বৈশাখ জৈষ্ঠ এলে হয় সবে মশগুল
কত কথা হয় লেখা রবীন্দ্র নজরল!
নাচে গানে অভিনয়ে নিজস্বী ছবি তুলি
মহড়াতে মেতে মোরা তাদেরই শিক্ষা ভুলি।
রবীন্দ্র নজরুল মাস হয় যবে অবসান
কপট কবিপ্রেম হৃদয় হয় যেন শুনসান।

রচনাকাল ১১/০৫/২০২৪
২৮শে বৈশাখ ১৪৩১

১৬৫
মন্তব্য করতে ক্লিক করুন