হাসি অমলিন
শৌনক গোস্বামী
দিনের শেষে তবুও হাসি অমলিন
মাসের শেষে হাজার দশেক বেতনে ।
এই আক্রার বাজারে ।
জীবনের এক অদ্ভূত মায়া খেলায়
ক্লান্তির শেষে হাসির ছড়িয়ে যাওয়া ।
কত যে ছাত্র ছাত্রী হলো পাড়
লিখে রাখে নাই কোনো হিসেবের খাতায় ।
ক্ষীণাতিক্ষীণ আশার স্রোত পারানো
জীবনের এক অদ্ভূত মায়া খেলায়
ক্লান্তির শেষে তবুও হাসি ছড়ায় ।
মাসের শেষে হাজার দশেক বেতনে ।
এই আক্রার বাজারে ।
জীবনের এক অদ্ভূত মায়া খেলায়
ক্লান্তির শেষে হাসির ছড়িয়ে যাওয়া ।
কত যে ছাত্র ছাত্রী হলো পাড়
লিখে রাখে নাই কোনো হিসেবের খাতায় ।
ক্ষীণাতিক্ষীণ আশার স্রোত পারানো
জীবনের এক অদ্ভূত মায়া খেলায়
ক্লান্তির শেষে তবুও হাসি ছড়ায় ।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ২৩২ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন