তা`লে
শৌনক গোস্বামী
জমাচ্ছিনা তো অভিমানের পাহাড় ?
ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক ।
আবার কুড়িয়ে বাড়িয়ে একত্র করা ।
ক.........ত সময় বয়ে যাওয়া ।
নিজেরই ভুলে নিজেই জড়াচ্ছিনা তো ?
উপায়ইবা কি বলুন !
বিষ হলেও যে পান করে যায়
--------অমৃত লাগে।
পারের খবর কিভাবে তা`লে পাবো ,
কিভাবেই বা হবো নির্ভর ?
জমাচ্ছিনা তো অভিমানের পাহাড় ?
নিষেধ মুখে সকলেই তো বলেছে
আমি তো পিয়ে নিলাম তবুও বিষে।
এ তো নির্লজ্জতা।
এ তো নগ্নতা।
ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক ।
আবার কুড়িয়ে বাড়িয়ে একত্র করা ।
ক.........ত সময় বয়ে যাওয়া ।
নিজেরই ভুলে নিজেই জড়াচ্ছিনা তো ?
উপায়ইবা কি বলুন !
বিষ হলেও যে পান করে যায়
--------অমৃত লাগে।
পারের খবর কিভাবে তা`লে পাবো ,
কিভাবেই বা হবো নির্ভর ?
জমাচ্ছিনা তো অভিমানের পাহাড় ?
নিষেধ মুখে সকলেই তো বলেছে
আমি তো পিয়ে নিলাম তবুও বিষে।
এ তো নির্লজ্জতা।
এ তো নগ্নতা।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৭৭ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন